সাত সকালে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার মাহাচান্দা অঞ্চলে পারহাট পাঁচ মাথা মোড় সংলগ্ন এলাকায়। মৃতের নাম জয়দেব কর্মকার। বয়স ৬৫ বছর। ভাতারের পারহাট গ্রামে তার বাড়ি।
পরিবার সূত্রে জানা যায়, এদিন সাত সকালে তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। ফেরার সময় অজানা একটি গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের।
স্থানীয় মানুষজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ভাতার থানার পুলিশ ঘাতক গাড়িটির সন্ধান চালাচ্ছে।