ফের জাতীয় সড়কে পথের বলি কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার।সপ্তাহ খানেক আগে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কে গলসিতে কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ারকে পিষে দেয় একটি দশচাকা লরি।দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।রবিবার বর্ধমান বোলপুর জাতীয় সড়কের হলদি মোড়ে বাইক আরোহী সিভিক ভলেন্টিয়ারকে মুখোমুখি ধাক্কা মারে একটি চারচাকা। বাইকে ধাক্কা মারার পর বেসামাল চারচাকাটি এবার অন্য একটি চারচাকায় ধাক্কা মারে।দুর্ঘটনায় গুরুতর জখম হন সিভিক
ভলেন্টিয়ার কাঞ্চন হাজরা। তাঁর বাড়ি দেপাড়া গ্রামে।কলকাতা থেকে আসা বোলপুরমুখী চার চাকা গাড়ির আরোহী দুই মহিলাও জখম হয়।সবাইকেই ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।জখম সিভিক ভলেন্টিয়ার কাঞ্চন হাজরাকে রেফার করা হয় অনানয় সুপার স্পেশালিষ্টি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
https://www.facebook.com/230205334351193/videos/659347941637091
ধাক্কা মারার পর একটি বসত বাড়িতে ঢুকে যায় ওই কলকাতা থেকে আসা গাড়িটি। ওই গাড়িতে ছিলেন দু’জন মহিলা এবং একজন চালক। চালককে আটক করে গ্রামবাসী পুলিশের হাতে তুলে দেয়। এই দুর্ঘটনার পর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। দেওয়ানদিঘী থানার পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয়।
এলাকার বাসিন্দা দীজেন মুখার্জি বলেন বোলপুরমুখী চারচাকা লাল রঙের গাড়িটি বাইক আরোহী সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মারে। তারপর গাড়িটি বর্ধমানমুখী অন্য একটি চারচাকা গাড়িকে ধাক্কা মারে। হলদির বাসিন্দা তথা ব্যবসায়ী নয়ন চৌধুরী বলেন দুর্ঘটনার জেরে ঘন্টা খানেক অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক।