Home আজকের খবর ফের জাতীয় সড়কে পথের বলি সিভিক ভলেন্টিয়ার

ফের জাতীয় সড়কে পথের বলি সিভিক ভলেন্টিয়ার

ফের জাতীয় সড়কে পথের বলি কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার।সপ্তাহ খানেক আগে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কে গলসিতে কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ারকে পিষে দেয় একটি দশচাকা লরি।দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।রবিবার বর্ধমান বোলপুর জাতীয় সড়কের হলদি মোড়ে বাইক আরোহী সিভিক ভলেন্টিয়ারকে মুখোমুখি ধাক্কা মারে একটি চারচাকা। বাইকে ধাক্কা মারার পর বেসামাল চারচাকাটি এবার অন্য একটি চারচাকায় ধাক্কা মারে।দুর্ঘটনায় গুরুতর জখম হন সিভিক

 

ভলেন্টিয়ার কাঞ্চন হাজরা। তাঁর বাড়ি দেপাড়া গ্রামে।কলকাতা থেকে আসা বোলপুরমুখী চার চাকা গাড়ির আরোহী দুই মহিলাও জখম হয়।সবাইকেই ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।জখম সিভিক ভলেন্টিয়ার কাঞ্চন হাজরাকে রেফার করা হয় অনানয় সুপার স্পেশালিষ্টি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।

 

https://www.facebook.com/230205334351193/videos/659347941637091

ধাক্কা মারার পর একটি বসত বাড়িতে ঢুকে যায় ওই কলকাতা থেকে আসা গাড়িটি। ওই গাড়িতে ছিলেন দু’জন মহিলা এবং একজন চালক। চালককে আটক করে গ্রামবাসী পুলিশের হাতে তুলে দেয়। এই দুর্ঘটনার পর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। দেওয়ানদিঘী থানার পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয়।

 

 

 

এলাকার বাসিন্দা দীজেন মুখার্জি বলেন বোলপুরমুখী চারচাকা লাল রঙের গাড়িটি বাইক আরোহী সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মারে। তারপর গাড়িটি বর্ধমানমুখী অন্য একটি চারচাকা গাড়িকে ধাক্কা মারে। হলদির বাসিন্দা তথা ব্যবসায়ী নয়ন চৌধুরী বলেন দুর্ঘটনার জেরে ঘন্টা খানেক অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments