Home আজকের খবর ফের জাতীয় সড়কে পথের বলি সিভিক ভলেন্টিয়ার

ফের জাতীয় সড়কে পথের বলি সিভিক ভলেন্টিয়ার

ফের জাতীয় সড়কে পথের বলি কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার।সপ্তাহ খানেক আগে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কে গলসিতে কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ারকে পিষে দেয় একটি দশচাকা লরি।দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।রবিবার বর্ধমান বোলপুর জাতীয় সড়কের হলদি মোড়ে বাইক আরোহী সিভিক ভলেন্টিয়ারকে মুখোমুখি ধাক্কা মারে একটি চারচাকা। বাইকে ধাক্কা মারার পর বেসামাল চারচাকাটি এবার অন্য একটি চারচাকায় ধাক্কা মারে।দুর্ঘটনায় গুরুতর জখম হন সিভিক

 

ভলেন্টিয়ার কাঞ্চন হাজরা। তাঁর বাড়ি দেপাড়া গ্রামে।কলকাতা থেকে আসা বোলপুরমুখী চার চাকা গাড়ির আরোহী দুই মহিলাও জখম হয়।সবাইকেই ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।জখম সিভিক ভলেন্টিয়ার কাঞ্চন হাজরাকে রেফার করা হয় অনানয় সুপার স্পেশালিষ্টি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।

 

https://www.facebook.com/230205334351193/videos/659347941637091

ধাক্কা মারার পর একটি বসত বাড়িতে ঢুকে যায় ওই কলকাতা থেকে আসা গাড়িটি। ওই গাড়িতে ছিলেন দু’জন মহিলা এবং একজন চালক। চালককে আটক করে গ্রামবাসী পুলিশের হাতে তুলে দেয়। এই দুর্ঘটনার পর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। দেওয়ানদিঘী থানার পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয়।

 

 

 

এলাকার বাসিন্দা দীজেন মুখার্জি বলেন বোলপুরমুখী চারচাকা লাল রঙের গাড়িটি বাইক আরোহী সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মারে। তারপর গাড়িটি বর্ধমানমুখী অন্য একটি চারচাকা গাড়িকে ধাক্কা মারে। হলদির বাসিন্দা তথা ব্যবসায়ী নয়ন চৌধুরী বলেন দুর্ঘটনার জেরে ঘন্টা খানেক অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক।

Most Popular

বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত বিমান উড়ল ওয়াশিংটনের আকাশে

অ্যাভিয়েশন এয়ারক্রাফ্ট নামে ইজ়রায়েলের এক বিমান সংস্থার পরিশ্রমের ফসল এই বিমানটি। প্রথম উড়ানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫০০ ফুট উপরে ওঠেছিল এটি। সংস্থার প্রেসিডেন্ট তথা সিইও...

রণবীর-দীপিকার ঘর ভাঙছে?

তাঁদের বিয়ে হয়েছে চার বছর হতে চলল। বলিউডে যে সব সুখী দম্পতি রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম এই জুটি। তবে ইদানীং না কি, তাঁদের সম্পর্কে...

হৃতিক-সইফ বনাম আবীর, দেব, পরম কোন ছবি এগিয়ে, কী বলছেন হল মালিকেরা

প্রতিটি ছবিতেই আছে ইন্ডাস্ট্রির বড় নাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে। তবে কি এই পুজোয় হৃতিক-সইফের সঙ্গে টক্কর...

তরুণীর কাছ থেকে প্রথম বারের খাবারের দাম চাইলেন যুবক দ্বিতীয় বার ডেটে যেতে নারাজ তাই

এলিজা নামক ওই তরুণ পেশায় বিমা সংস্থার কর্মী। এক ডেটিং অ্যাপের মাধ্যমে লুসি নামক ওই তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। বেশ কিছু দিন কথা...

Recent Comments