সাতসকালেই পথ দুর্ঘটনায় প্রাণ গেল 19 বছর বয়সী এক যুবকের । এমনই চাঞ্চল্যকর ঘটনা খণ্ডঘোষ থানার অন্তর্গত বেরুগ্রাম সিনেমা তলা এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সেদিন সকাল সাড়ে সাতটা নাগাদ বর্ধমান থেকে বেরুগ্রাম ভায়া সাহস পুর রুটের একটি যাত্রীবোঝাই বাস এর সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় গুরুতর জখম অবস্থায় সেখ আজিজুল নামে ওই বাইক চালককে খণ্ডঘোষ থানার পুলিশ ও এলাকাবাসী সহযোগিতায় খণ্ডঘোষ ব্লকের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।
https://www.facebook.com/230205334351193/videos/689903845255761
তারপর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আরো জানা যায় ওই বাইক চালক শেখ আজিজুল বাড়ি খণ্ডঘোষ থানার অন্তর্গত বামুনারি গ্রামে এবং ওই যুবকের উখরিদ বাজারে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে এবং এদিন সকালে সে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয় সেই সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনার জেরে বামুনারি গ্রামের নেমে এসেছে শোকের ছায়া।