মালদার চাঁচল-আশাপুর রাজ্য সড়কে লরি ও বাই-সাইকেলের মুখোমুখি সংঘর্ষ
পণ্যবাহী লরির ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি। শনিবার সাতসকালে দূর্ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল-আশাপুর রাজ্য সড়কের কলিগ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁচলের দিক থেকে আশাপুরের অভিমুখে লরিটি চলমান ছিল।
কলিগ্রামে মুখোমুখি সংঘর্ষ বাধে বাই-সাইকেল আরোহীর সাথে। লরির ধাক্কায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই সাইকেল আরোহী। স্থানীয়দের তৎপরতায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত ব্যক্তিকে।
https://www.facebook.com/230205334351193/videos/808451116601174
শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেছে কর্তব্যরত চিকিৎসকেরা বলে খবর। ঘটনায় জোর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
তবে ঘাতক লরি সহ চালককে আটক করেছে চাঁচল থানার পুলিশ। সূত্রের খবর, চাঁচলের ভগবতীপুর গ্রামের কুরবান আলী(৫৩) পেশায় কামার। প্রতিদিনের মতো এদিনও নিজের কর্মস্হলের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তার মধ্যেই এই দুর্ঘটনা।