রঘুনাথপুর থানার অন্তর্গত রঘুনাথপুর বাঁকুড়া রোড লোহারপুল সংলগ্ন এলাকায় দুটি মোটরবাইক এর মুখোমুখি সংঘর্ষে আহত ৪ জন
জানা যায়, একটি বাইকে ৩ জন আরোহী এবং অন্যটিতে একজন আরোহী ছিলেন। আহতদের মধ্যে একজনের নাম অমল কবিরাজ বলে জানা গেছে। বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
https://www.facebook.com/230205334351193/videos/2822379054688427
ঘটনা পর ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ । এরপর রঘুনাথপুর থানার পুলিশ এবং রঘুনাথপুরের স্থানীয় বাসিন্দা তথা সমাজসেবী বিমান গোস্বামী , ভবেশ চ্যাটার্জীর ও আরো কিছু সহৃদয় ব্যক্তি দের মদতে আহত ঐ চারজনকে নিয়ে আসা হয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।