আমতলা বারুইপুর রোড এর স্করপিও ও অটোর মুখোমুখি সংঘর্ষ আহত তিনজন তার মধ্য থেকে আশঙ্কাজনক একজন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর থানা এলাকায় এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে ।স্থানীয় মানুষজন আহত ব্যক্তিদের উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে গিয়ে পাল্টি খেয়ে যাওয়া অটোর সামনেথেকে রাবিশ এর বস্তা, ইট ,কাঠের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখে। তবে স্থানীয় মানুষজন ও পুলিশ প্রশাসন সূত্রে খবর য যে আমতালার দিক থেকে অটো গাড়ি টি জুলপিয়া দিকে যাচ্ছিল।
আর জুলপিয়া দিক থেকে স্করপিও, আমতলার দিকে আসছিল কিছু বোঝার ওঠার আগে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় মানুষদের যে বক্তব্য যে এই যে কি ছুটি জায়গায় রাস্তা বেহাল অবস্থার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে।
আজ দুর্ঘটনা বড়ো আকার নিয়েছে । ঘাতক গাড়িটিকে আটক করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।