পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ বাজার রোডে আজ যাত্রীবাহী মিনিবাস ও বলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে আহত হয় বলেরো গাড়ির পাচজন।আহতদের উদ্ধার করে পুলিশ তড়িঘড়ি রানীগঞ্জ রয়েলকেয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
একজন কে সংকটাপন্ন অবস্থায় দুর্গাপুর হাসপাতালে রেফার করা হয়। ঘটনার খবর পেয়েই ছুটে আসে রানীগঞ্জ থানার পুলিশ।বেশ কিছুক্ষন যানজনের সৃষ্টি হয়।
https://www.facebook.com/230205334351193/videos/173363164459050
কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে আসেন রানীগঞ্জ বিধানসভার বর্ষীয়ান বিধায়ক রুনু দত্ত।তিনি বলেন রানীগঞ্জ বাইপাস রাস্তার দাবী বিধানসভায় দীর্ঘদিন যাবত করে আসছেন।
কিন্তু তাদের কথা রাজ্য সরকার কর্নপাত করছেন না ফলে দুর্ঘটনা দিনের পর দিন ঘটেই চলেছে। দুর্ঘটনায় আহতের দেখতে ছুটে আসেন আসানসোল পৌর নিগমের জল দপ্তরের মেয়র পারিষদ পুর্নশসী রায়।তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।