পুরুলিয়া জেলার রঘুনাথপুর সাঁওতালডি মোড় সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক সাইকেল আরোহীর । প্রত্যক্ষদর্শীরা জানান এদিন সকাল সাড়ে নটা নাগাদ রঘুনাথপুর পুরুলিয়াগামী এক ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই সাইকেল আরোহীর।
মৃত ব্যক্তির নাম অতুল কর্মকার , তিনি আদ্রা থানার বাঘাডাবর এলাকার বাসিন্দা ছিলেন । তিনি পেশায় দুধ ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার ও রঘুনাথপুর থানার পুলিশের উদ্যোগে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
https://www.facebook.com/230205334351193/videos/132838954977426
ঘাতক লরিটি আটক করেছে পুলিশ। তবে লরিচালক পলাতক বলে জানা গেছে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।