বাইকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত এক। ঘটনাটি ঘটেছে আজ সকাল ১০ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের চাঁচলগামী জাতীয় সড়কে ভবানীপুর ব্রিজ মোড়ে। দুর্ঘটনায় আহত হয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশল গ্রামের বাসিন্দা আব্দুল বারি(৪৮)।
আহত ব্যক্তিকে স্থানীয়রা হরিশ্চন্দ্রপুর গ্ৰামীন হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থা দেখে ডাক্তারবাবুরা মালদা সদর হাসপাতালে স্থানান্তর করে দেন বলে খবর।বাইক দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
https://www.facebook.com/230205334351193/videos/228235655311964
পুলিশ সূত্রে জানা যায় হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির বাগমারা গ্রামের বাসিন্দা মহম্মদ রাজা(২৫) ও আতাউর রহমান (২২) বাইক নিয়ে ৮১ নং জাতীয় সড়ক ধরে হরিশ্চন্দ্রপুর অভিমুখে আসছিল,অপরদিকে কুশল গ্রামের বাসিন্দা আব্দুলবারি হরিশ্চন্দ্রপুর দিক থেকে আসার পথে
পেট্রোল নেওয়ার জন্য পাম্পে ঢোকার সময় বাইক এর সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয। দুর্ঘটনায় আব্দুল বারির পা ভেঙে যায় বল খবর।
প্রত্যক্ষদর্শী তেল পাম্পের কর্মী আশপাক আলি জানান মহম্মদ রাজা বেপরোয়াভাবে বাইক চালানোর ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে।