পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার অন্তর্গত বর্ধমান আরামবাগ রোডের উপর উচালন গ্রাম পঞ্চায়েত সংলগ্ন ডোমমারা মোড়ের কাছে পথদুর্ঘটনায় সাতসকালে মৃত 2।
পুলিশ সূত্রে জানা যায় একটি কন্টেনার আরামবাগের দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল অপর দিক থেকে একটি লরি বর্ধমান থেকে আরামবাগ এর দিকে যাচ্ছিল মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির,গাড়িতে থাকা ব্যক্তিদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত বলে ঘোষণা করে।
https://www.facebook.com/230205334351193/videos/3522370967852740
স্বাভাবিকভাবে বর্ধমান আরামবাগ রোড যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পুলিশের তৎপরতায় পুনরায় যান চলাচল শুরু হয় বর্ধমান আরামবাগ রোডে।