Home আজকের খবর পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক শিশু

পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক শিশু

পাট বোঝাই ট্রাক উল্টে গুরুতর আহত এক শিশু কন্যা। ট্রাকের তলায় চাপা পড়ে মৃত্যু দুটি ছাগলের।ক্ষতিগ্রস্ত আশেপাশের বাড়ির একাংশ। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় মানিকচক থানার মথুরা পুর অঞ্চলের শঙ্করটোলা এলাকায়। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ পৌঁছে ট্রাক উদ্ধারে কাজ শুরু করেছে।যদিও ঘটনার পর থেকে পলাতক ট্রাকচালক।

শঙ্করটোলা এলাকায় একটি গোডাউনে একটি ট্রাকে পাট বোঝাই করা।এরপর পাট বোঝাই করে ট্রাকটি গোডাউন থেকে বেরোনো মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।ঘটনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক শিশুকন্যার গুরুতর আঘাত লাগে।স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত শিশু কন্যাকে কোনোক্রমে উদ্ধার করে মানিকচক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মালদা মেডিক্যালে স্থানান্তরিত করেন।

https://www.facebook.com/230205334351193/videos/1602233933318280

এদিকে ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু হয় দুটি ছাগলের।ট্রাকে চাপা পড়ে যায় একটি মোটরবাইক ও ক্ষতিগ্রস্ত হয় পাশের বাড়ির একাংশ।যদিও ঘটনার পর থেকে পলাতক ট্রাক চালক ও গোডাউন মালিক।এদিকে পুলিশ ট্রাক উদ্ধারে কাজ শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওভারলোডিং এর কারণে দুর্ঘটনা। বিগত দিনে আরও ট্রাক দুর্ঘটনা ঘটেছিল এলাকায়। তারপরও প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছে না। এই ঘটনায় প্রশাসন যাতে উচিত ব্যবস্থা গ্রহণ করে। এই গ্রাম্য এলাকায় পাট বোঝাই বন্ধ হয় তাঁর দাবি করেছেন এলাকাবাসী।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments