আবারো পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনা বাঁকুড়া জেলার কোতুলপুর থানার গোগ্রা গ্রামে কাছে রাজ্য সড়কের ওপর ।
আজ সন্ধ্যায় গোগ্রার কাছে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বছর চব্বিশের এক যুবকের মৃতের নাম অভিষেক পাত্র । বয়স 27 বছর । বাড়ি কোতুলপুরের সিনেমা তলায় ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর মৃত ওই যুবকের মির্জাপুর একটি বিয়ে বাড়ি থেকে কোতুলপুর ফিরছিল নিজের বাইক নিয়ে ঠিক তখনই অপর দিক থেকে আসা একটি দ্রুতগতিসম্পন্ন লরি তাকে পিষ্ট করে দিয়ে চলে যায় যদিও ঘাতক লরিটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।
https://www.facebook.com/230205334351193/videos/1060375291057147
দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এবং খবর দেওয়া হয় কোতুলপুর থানায় এরপর কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় ।
তবে এই অ্যাক্সিডেন্ট অত্যাধিক দ্রুতগতির জন্যই হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে । স্বভাবত কারণেই বারংবার এই কোতুলপুর সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ওপর দুর্ঘটনা ঘটার জন্য ক্ষিপ্ত সাধারণ মানুষ ।