ফের অত্যাধিক গতির বলি 1 পথযাত্রী ঘটনা পাত্রসায়ের থানার ইদিল চক মোড় সংলগ্ন রাজ্য সড়কের ওপর ।
সাতসকালেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল শেখ হারুন নামের 55 বছর বয়সী এক ব্যক্তির তার বাড়ি পাত্রসায়ের মুসলিম পাড়ায় ।
স্থানীয় সুত্র জানতে পারা যায় ওই ব্যক্তি সাইকেল নিয়ে পাত্রসায়ের থেকে রসুলপুরের দিকে যাচ্ছিল ঠিক তখনই পেছন থেকে একটি দ্রুতগতিসম্পন্ন ট্রাক এসে ওই ব্যক্তিকে ট্রাকের চাকায় পিষ্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা রসুলপুর বাজারে ওই ট্রাকটিকে আটক করে ।
ফের পথ দুর্ঘটনার বলি ( বাঁকুড়া )
ফের পথ দুর্ঘটনার বলি ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Donnerstag, 1. Oktober 2020
এরপর উত্তেজিত জনতারা ওই ব্যক্তির মৃতদেহ রাস্তায় ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করে স্বভাবত কারণেই দীর্ঘসময় রোড অবরোধ হয়ে থাকে । প্রথমে ঘটনাস্থলে পুলিশের দেখা না মিললেও ঘন্টাখানেক পর পাত্রসায়ের থানার পুলিশ ঘটনাস্থলে আসে । এরপর পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় I