পথ দূর্ঘটনায় মৃত্যু হলো দু’জনের, গুরুতর আহত আরো দু’জন। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখীর রপটগঞ্জ এলাকায়। মৃতরা হলেন টোটন দে (৩৫) ও বিশ্বজিৎ সিংহ (২০)। দু’জনেরই বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড় থানা এলাকার কাসিয়ারা গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, একটি পিক আপ ভ্যানে করে বাঁকুড়া থেকে মুরগী নিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল । সেই সময় রাজ্য সড়কের উপর রপটগঞ্জের কাছে একটি টার্নিং এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই থাকা গাছে সজোরে ধাক্কা মারে ঐ পিক আপ ভ্যানটি । ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক টোটন দে সহ আরো এক জনের । আহত ২ ।
আহত ব্যক্তিদের সোনামুখী থানার পুলিশ সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে আহত এক ব্যক্তি কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং অপর ব্যক্তির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রেফার করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ।
https://www.facebook.com/230205334351193/videos/132124801883151
একই সঙ্গে মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয় । পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান অত্যধিক ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকায় এই দূর্ঘটনা ঘটেছে ।
তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন রপটগঞ্জের এই টার্নিং এর কাছে এর আগেও বহুবার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেক মানুষ বারংবার এখানে দুর্ঘটনার ঘটনা ঘটছে । স্থানীয়রা বলেন প্রশাসন এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করছেন না দ্রুত এই টার্নিং এর কাছে যাতে স্পিড ব্রেকার লাগানোর দাবী জানিয়েছেন ।