পথ দুর্ঘটনায় মৃত্যু এক আহত আরও এক, মৃত্যু হল এক বাইক চালকের। মৃতের নাম মোমিন শেখ। রবিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানার কার্তিকেরপাড়া সংলগ্ন এলাকায়। জানাযায়, বাইকে করে ঘুরতে বেরিয়ে ছিল এমন অবস্থায় রাস্তার বাঁকের এক পোলে গিয়ে ধাক্কা মারে পোল ভেঙে পরে গাছের সাথে ধাক্কা লাগে বাইকের।
ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক মোমিন শেখের,আহত হয় আরো একজন আহত ব্যক্তির নাম ঝন্টু শেখ।স্থানীয় সূত্রে খবর দেওয়া হয় রানীনগর থানায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃত দেহকে উদ্ধার করে এবং আহত ঝন্টু শেখকে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে তোলা হলে, সেখান থেকে স্থানান্তর করা হয় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে, ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।