পূর্ব বর্ধমান জেলার ভাতারে আজ ভোরে দাড়িয়ে থাকা ডাম্পারের পিছনে একটি মারুতি ভ্যান ধাক্কা দেওয়ায় গুরুতর জখম হলেন মারুতি চালক সহ তিনজন যাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরের দিকে ভাতার মালডাঙা রোডে ভাতারের বাণেশ্বরপুর গ্রামের কাছে একটি ডাম্পার রাস্তার উপর দাঁড়িয়ে ছিল।সেই সময় একটি মারুতি ভ্যান দাঁড়িয়ে থাকা ডাম্পারটিকে সজোরে ধাক্কা মারে ।
দুমড়ে-মুচড়ে যায় মারুতি ভ্যানটি ।দুর্ঘটনার পরেই পালিয়ে যায় ডাম্পারটি। এই দুর্ঘটনার ফলে গুরুতর জখম হয় মারুতি চালকসহ তিন যাএী।
স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে প্রথমে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় আহতদের বর্ধমান হাসপাতলে স্থানান্তরিত করা হয়।
এদিন ভোর প্রায় পৌনে পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। একটি মারুতি ভ্যানে এক শিশুসহ পাঁচজন যাত্রী ভাতার মালডাঙা রোডে বড়বেলুনের দিকে যাচ্ছিল।বড়বেলুন মুখে বাণেশ্বরপুর সঙ্গদাসগড় মাঠের কাছে একটি ডাম্পার দাড়িয়ে ছিল।
রাস্তার একটি বাঁক ঘুরে মারুতিটি এগিয়ে যেতেই ওই ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা দেয়। যার ফলে গুরুতর আহত হয় তিনজন। আহতদের বাড়ি নদিয়া জেলার কৃষ্ণনগর বলে জানা গিয়েছে।