সাতসকালে স্টিয়ারিং লক হয়ে রাস্তার উপর উল্টে গেল পাথর বোঝায় ডাম্পার। ঘটনাটি ঘটেছে, বর্ধমান বোলপুর 2B জাতীয় সড়কের ভাতার থানার নতুনগ্রাম বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
চালক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ছ টা নাগাদ জাতীয় সড়কের নতুনগ্রাম মোড় এর কাছে একটি পাথর বোঝাই ডাম্পার হঠাৎ স্টিয়ারিং লক হওয়ায় রাস্তার পাশে ট্রান্সপরমারের বৈদ্যুতিক পোলে সজোরে ধাক্কা মেরে রাস্তার উপরে উল্টে যায়। ভেঙ্গে পড়ে ট্রান্সপরমারের বৈদতিক ৩টি পোল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকায়।
ঘটনার খবর পেয়ে ভাতার থানার ওড়গ্রাম ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি পাথর খালি করার ব্যবস্থা করে। এবং এটি ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটিকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করে।
এই ঘটনায় ডাম্পার চালক আহত হয়। স্থানীয়রা মানুষজন ও ভাতার থানার পুলিশের সহযোগিতায় আহত চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নর কারণে বিদ্যুৎ দপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু করে।