Home আজকের খবর স্টিয়ারিং লক হয়ে রাস্তার উপর উল্টে গেল পাথর বোঝাই ডাম্পার

স্টিয়ারিং লক হয়ে রাস্তার উপর উল্টে গেল পাথর বোঝাই ডাম্পার

সাতসকালে স্টিয়ারিং লক হয়ে রাস্তার উপর উল্টে গেল পাথর বোঝায় ডাম্পার। ঘটনাটি ঘটেছে, বর্ধমান বোলপুর 2B জাতীয় সড়কের ভাতার থানার নতুনগ্রাম বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

চালক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ছ টা নাগাদ জাতীয় সড়কের নতুনগ্রাম মোড় এর কাছে একটি পাথর বোঝাই ডাম্পার হঠাৎ স্টিয়ারিং লক হওয়ায় রাস্তার পাশে ট্রান্সপরমারের বৈদ্যুতিক পোলে সজোরে ধাক্কা মেরে রাস্তার উপরে উল্টে যায়। ভেঙ্গে পড়ে ট্রান্সপরমারের বৈদতিক ৩টি পোল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকায়।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার ওড়গ্রাম ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি পাথর খালি করার ব্যবস্থা করে। এবং এটি ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটিকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করে।

এই ঘটনায় ডাম্পার চালক আহত হয়। স্থানীয়রা মানুষজন ও ভাতার থানার পুলিশের সহযোগিতায় আহত চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নর কারণে বিদ্যুৎ দপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু করে।

Most Popular

মালাইকা কি হতে চলেছে মা?

অভিনেত্রীর ঘনিষ্ঠদের কাছে থেকে পাওয়া খবর, মালাইকা অন্তঃসত্ত্বা। আগামী মাসেই লন্ডন পাড়ি দেবেন অর্জুন-মালাইকা। সেখান থেকেই এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেবেন...

সমকামিতার ‘অপরাধে’ ৭ মাস কারাদণ্ডের নির্দেশ।

জাভা দ্বীপপুঞ্জের এক বাহিনীতে নিযুক্ত ছিলেন দু’জন। তাঁদের ‘অপরাধ’, তাঁরা দু’জনেই সমকামী। যৌনসম্পর্কে লিপ্তও হয়েছিলেন তাঁরা। সেই কারণে ৭ মাস কারাবাসের নির্দেশ দিল ইন্দোনেশিয়ার...

৮ বছরের বালককে গিলে খেল অতিকায় কুমির!

কুমিরের পেটে গেল ৮ বছরের জুলিয়ো ওতেরো ফার্নান্ডেজ। অসহায় হয়ে দাঁড়িয়ে দেখতে হল মা, বাবা, ভাইবোনেদের।ভাইবোনেদের সঙ্গে নদীর হাঁটুজলে নেমে মাছ ধরছিল জুলিয়ো। ভাইবোনেরা...

স্মার্ট মিটার’ বসতে চলেছে রাজ্যে

বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে অরূপ জানান, রাজ্যজুড়ে ৩৭ লক্ষ ‘স্মার্ট মিটার’ বসানোর পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বসানো...

Recent Comments