বলাগড়ে এ পথ দুর্ঘটনায় মৃত্যু দুই বাইক আরোহী।
সোমবার এস টি কে কে রোডের উপর খামারগাছি মুক্তারপুর সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায় জিরাট থেকে দুই বন্ধু ব্যান্ডেলের দিকে যাচ্ছিল।খামারগাছীর মুক্তারপুর কাছে এসে বাইক পালটি মারে ঘটনাস্থলে দুই বন্ধুর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে আরো জানা যায় সুদীপ্ত দে সংবাদমাধ্যমের কর্মী আর একজন রাহুল দাস দুজনেরই বয়স প্রায় ২৪ থেকে ২৮ বছরের বেশি । ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যান। পুলিশ তদন্ত করছে কিভাবে এই ঘটনা ঘটলো।