যাত্রীবাহী বাসের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল নয়ানজুলিতে। আহত ৫৪ জন, মৃত ১
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের বড়বেলুন বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আটটার সময় বর্ধমান কাটোয়া ভায়া মালডাঙ্গা রুটের মা জগধাত্রী বাসটি মালডাঙ্গা থেকে বর্ধমান যাওয়ার পথে ভাতারের বড়বেলুন বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিকট শব্দে সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়।
বাসের ভেতর আটকে পড়ে বহু বাস যাত্রী। গুরুতর আহত হয় ৫৪ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার বিশাল পুলিশবাহিনী ও দমকল বাহিনী এবং স্থানীয় মানুষজন।
তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে আসে। সেখানে ৩৫ জন গুরুতর আহত হওয়াই তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সেখানেই একজনকে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করে। মৃতার নাম সুজাতা চ্যাটার্জী। বয়স পঞ্চান্ন বছর । বাড়ি ভাতারের নাসিগ্রামে।
পুলিশ বাসটিকে আটক করেছে।