মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ৯ টা নাগাদ বাঁকুড়া দুর্গাপুর ৯ নং রাজ্য সড়কের বড়জোড়া থানার প্রতাপপুর এলাকায়।
পুলিশ জানিয়েছে মৃতের নাম আশিস চক্রবর্তী (২২)। বাড়ি বড়জোড়া থানারই কৃষ্ণনগর গ্রামে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মৃত আশিষ বাবু মটরবাইকে করে শ্বশুর বাড়ি দুর্গাপুরে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে একটি বরযাত্রী বোঝাই বাস বড়জোড়ায় বিয়ে বাড়িতে আসছিল।
নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এই রাস্তায় প্রতাপপুরের কাছে ঠিক সাইফন এলাকায়। সংঘর্ষের পর এত জোরে আওয়াজ হয় যে তা শুনে প্রতাপপুরের বাসিন্দারা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তারা এসে দেখেন দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন আশিষ বাবু।
তারাই পুলিশে খবর দেন এবং সঙ্গে সঙ্গে পুলিশের টহলদারি গাড়ি এসে জখম আসিস বাবুকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর কৃষ্ণনগরে পৌঁছাতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।