লছিমনের চাকায় পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ ডোমকল যুগিন্দা কামারপাড়ায়। ওই ঘটনায় গণ পিটুনিতে টোটো চালক সাহেব শেখ (৩২) এর অবস্থা আশঙ্কাজন ।
তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম মিনুয়ারা বিবি (৫০)।
রবিবার বিকেলের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় যুগিন্দা এলাকায়। স্থানীয়রা মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহীনি নিয়ে ছুটে যায় ডোমকল মহকুমা এসডিপিও ফারুক মহম্মদ চৌধুরি ও আইসি শৈলেন্দ্র নাথ বিশ্বাস।