ফের পথ দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার এলাকায় তীব্র চাঞ্চল্য ঘটনা বাঁকুড়া জেলার কোতুলপুর থানার রাজ্য সড়কের ওপর ।
কোতুলপুরের সরিষাদিঘীর সন্নিকটে রাজ্য সড়কের উপর এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার মৃত মহিলার নাম পূর্ণিমা ধাওরে বয়স 45 বছর ।
স্থানীয় সূত্রে জানতে পারা যায় মৃতা ওই মহিলার পিতা কোতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতাল ভর্তি আছে তাকে দেখতে আসার সময় দুর্ঘটনার শিকার হন ওই মহিলা ।
ফের পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলারা ( বাঁকুড়া )
ফের পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলারা ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Sonntag, 18. Oktober 2020
ঘাতক লরিটি আরামবাগ থেকে কোতুলপুর দিকে আসার পথে সরিষা দীঘির সন্নিকটে রাজ্য সড়কের রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছিলেন ওই মহিলা ঠিক তখনই এই দুর্ঘটনা ঘটে ।
এরপর ঘাতক লরিটি ওই মহিলাকে তার চাকায় পিষে দিয়ে চলে যায় । এরপর তড়িঘড়ি কোতুলপুর থানার পুলিশ দেশরার নিকট ঘাতক গাড়িটিকে এবং গারীচালক কে আটক করে ।
এবং ঘটনাস্থলে কোতুলপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা জেলা হাসপাতালে পাঠানো হয় । স্বভাবত কারণ এই এলাকায় শোকের ঘটনাস্থলে থাকা নেমেছে ।