দূর্ঘটনার কবলে পড়লো পুলিশের কর্তব্যরত টহলদারি ভ্যান। সোমবার ভোরে বাঁকুড়ার সোনামুখী চৌমাথার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর তিনটা নাগাদ বাঁকুড়া থেকে পাত্রসায়র যাওয়ার পথে একটি মাছ বোঝাই পিক আপ ভ্যান ও অন্যদিক থেকে আসা একটি কলা বোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঠিক সময়েই খানিক দূরে দাঁড়িয়ে থাকা সোনামুখী থানার একটি টহলদারি ভ্যানে ঐ কলা বোঝাই পিক আপ ভ্যানটি এসে ধাক্কা মারে। ঘটনায় আহত হয়েছেন চার জন এবং তিনটি গাড়িই কমবেশী ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার কবলে পুলিশ ভ্যান ( বাঁকুড়া )
দুর্ঘটনার কবলে পুলিশ ভ্যান ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Montag, 19. Oktober 2020
স্থানীয় বাসিন্দাদের দাবি, ঐ এলাকাটি দূর্ঘটনাপ্রবণ। প্রায়শই ছোটো খাটো দূর্ঘটনা ঘটছে। চরম আতঙ্কে তারা রয়েছেন বলে তারা জানিয়েছেন। তবে স্থানীয় বাসিন্দারা মনে করছেন অত্যাধিক গতির কারণে বারংবার এই অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে স্থানীয় বাসিন্দারা সোনামুখী চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকায় চারটি বাম্পার এবং পর্যাপ্ত আলোর দাবি করছেন । তবে হয়তো দূর্ঘটনার
তবে সাধারণ মানুষের দাবি-দাওয়া নিয়ে সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ মুখার্জি বলেন যত দ্রুত সম্ভব আমরা p.w.d. কাছে অনুরোধ করে সোনামুখী চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকায় বাম্পার দেয়ার ব্যবস্থা করব এবং ইতিমধ্যেই ওই এলাকায় দুটি লাইটের ব্যবস্থা করা হয়েছে প্রয়োজন হলে আরো ব্যবস্থা করে দেয়া হবে ।