কয়েকঘণ্টা পেরোতে না পেরোতেই ফের দূর্ঘটনা ঘটলো বাঁকুড়ার সোনামুখীতে । দুর্ঘটনায় গুরুতর আহত 2 ও সংকটজনক অবস্থায় এক বাইক চালক ।
সোমবার ভোর তিনটে সোনামুখী চৌরাস্তা মোড়ে পথ দুর্ঘটনা পর কয়েকঘণ্টা পেরোতে না পেরোতেই আবার সোনামুখী থেকে গোপীকান্তপুরে নিজেদের বাড়ি ফেরার পথে ধুলাইয়ের কাছে দূর্ঘটনার কবলে পড়লো তিন বাইক আরোহী । গুরুতর আহত বিশ্বজিৎ বাগদী, দেবু বাগদী ও শঙ্কর বাগদী বর্তমানে সোনামুখী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ।
ফের পথ দুর্ঘটনা সোনামুখীতে ( বাঁকুড়া )
ফের পথ দুর্ঘটনা সোনামুখীতে ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Montag, 19. Oktober 2020
স্থানীয় সূত্রে খবর, এদিন একটি বাইকে চেপে গোপীকান্তপুরের তিন যুবক সোনামুখী থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় ধুলাইয়ের কাছে অপর দিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে ।
ঘটনার পরমুহূর্তেই পুলিশ এলাকার মানুষের সহযোগীতায় তাদের উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে পাঠায় । সেখানেই তারা বর্তমানে চিকিৎসাধীন ।