পথ দুর্ঘটনায় আহত 4 অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা ।
স্থানীয় সূত্রে খবর এদিন সোনামুখী থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে সোনামুখী থানার চুরামনিপুরের কাছে একটি বেসরকারি বাস দ্রুতগতিতে একটি গাছের সাথে ধাক্কা লাগে এ ঘটনায় আহত হন দুজন অল্পের জন্য রক্ষা পান সমস্ত যাত্রীরা ।
https://www.facebook.com/230205334351193/videos/370804311003068
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনার খবর দেয়া হয় সোনামুখী থানায় এরপর ঘটনাস্থলে সোনামুখী থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত বাস টিকে থানায় নিয়ে আসে।