Home আজকের খবর আবার জাতীয় সড়কে দু'র্ঘটনা, এবার পূর্ব বর্ধমানে

আবার জাতীয় সড়কে দু’র্ঘটনা, এবার পূর্ব বর্ধমানে

দুই নম্বর জাতীয় সড়কে তেজগঞ্জ কাটিং এর কাছে ,একটি বড় 14 চাকা ট্যাংকার দাঁড়িয়ে থাকে, এলাকা সূত্রে জানা যায় সকাল থেকেই এই ট্যাংকারটি দাঁড়িয়ে থাকে ,এর ফলে, দুর্ঘটনাটি ঘটেছে।

কোনরকম ড্রাইভার খালাসী সরানোর চেষ্টা করেনি, তার পরিপ্রেক্ষিতে তার পেছন থেকে দুর্গাপুর থেকে কলকাতা যাবার পথে একটি ছয় চাকার ডাম্পার ধাক্কা মারে, ড্রাইভার এবং খালাসিদের গুরুতর অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এলাকার বাসিন্দা এবং পুলিশের যৌথ উদ্যোগে।

পরবর্তীকালে বর্ধমান থানা পুলিশের পক্ষ থেকে ওই গাড়িগুলো কি সেখান থেকে কিরণ এর মাধ্যমে সরিয়ে দেয়া হয়, কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় আবারও পুলিশের তৎপরতায় গাড়িগুলি সরিয়ে দেবার পর স্বাভাবিক হয় দুই নম্বর জাতীয় সড়ক।

Most Popular

আয়ের পরিমাণ জানতে দেননি স্বামী! তথ্য জানার অধিকার আইনে বেতনের খুঁটিনাটি জেনে নিলেন স্ত্রী

স্বামীর বেতন কত, জানেন না স্ত্রী। স্বামীকে জিজ্ঞাসা করে কোনও লাভ হয়নি। কিন্তু তাতে দমে যাননি মহিলা। আইনি পথে লড়াই করে স্বামীর বেতনের পরিমা‌ণ...

দুর্গন্ধ’ নিয়ে বকুনি দিয়েছিলেন মমতা, সেই পুজোই পেল সেরা পরিবেশবান্ধব খেতাব।

বিধাননগরের নামকরা পুজোগুলির মধ্যে অন্যতম হল সল্টলেকের এফডি ব্লকের পুজো। প্রতি বছর মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা, আরও বিষয়ে এই পুজোর চমক থাকে। এবার...

হাল না ছেড়ে জীবনে ফেরার ছবি দেব-প্রসেনজিতের।

পঞ্চমীর ভিড় উজিয়ে মাল্টিপ্লেক্সে বাংলা ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহ প্রায় ভরতি পেলাম। বুঝলাম দুই হেভিওয়েট তারকার যুগলবন্দির অমোঘ আকর্ষণ। সেই আকর্ষণ প্রায় সোয়া দু’ঘণ্টার...

বিশ্বের দামি জলের বোতলের তালিকায় আর কী কী রয়েছে

এক লিটার জল কিনতে আমাদের কত খরচ হয়? খুব বেশি হলে ২০ বা ৩০ টাকা। কিন্তু ৭৫০ মিলিলিটার জল কিনতে যদি ১৫ হাজার টাকা...

Recent Comments