দুই নম্বর জাতীয় সড়কে তেজগঞ্জ কাটিং এর কাছে ,একটি বড় 14 চাকা ট্যাংকার দাঁড়িয়ে থাকে, এলাকা সূত্রে জানা যায় সকাল থেকেই এই ট্যাংকারটি দাঁড়িয়ে থাকে ,এর ফলে, দুর্ঘটনাটি ঘটেছে।
কোনরকম ড্রাইভার খালাসী সরানোর চেষ্টা করেনি, তার পরিপ্রেক্ষিতে তার পেছন থেকে দুর্গাপুর থেকে কলকাতা যাবার পথে একটি ছয় চাকার ডাম্পার ধাক্কা মারে, ড্রাইভার এবং খালাসিদের গুরুতর অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এলাকার বাসিন্দা এবং পুলিশের যৌথ উদ্যোগে।
পরবর্তীকালে বর্ধমান থানা পুলিশের পক্ষ থেকে ওই গাড়িগুলো কি সেখান থেকে কিরণ এর মাধ্যমে সরিয়ে দেয়া হয়, কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় আবারও পুলিশের তৎপরতায় গাড়িগুলি সরিয়ে দেবার পর স্বাভাবিক হয় দুই নম্বর জাতীয় সড়ক।