ফের পথ দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনা জয়পুর থানার নামছড়া গ্রামের কাছে জাতীয় সড়কের ওপর I
এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার একটি পাথর বোঝাই গাড়ি পিসে দিলো এক বাইক আরোহীকে। ঘটনা স্থলেই মারা যান ওই মহিলা। মৃত মহিলার নাম উমা পাত্র, বয়স ৪২, মৃত মহিলার স্বামীর নাম উত্তম পাত্র।
স্থানীয় সূত্রে জানতে পারা যায় দুই দম্পতি নিজেদের দরকারে বিষ্ণুপুর গিয়ে ছিলেন। এরপর ফেরার পথে বিষ্ণুপুর থেকে কোতুলপুরের দিকে গেলিয়া গ্রামে ফিরছিলেন ওই দম্পতি I
ফের পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার ( বাঁকুড়া )
ফের পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Donnerstag, 24. September 2020
এরপর মোটরসাইকেল আরোহী পাথরবোঝাই গাড়ির টিকে পাস দেয়ার জন্য হঠাৎ ব্রেক করেন। হঠাৎ ব্রেক করার জন্য তার বাইকটি স্লিপ করে পরে যায় উমা পাত্র আর ঠিক তখনি পেছন দিক থেকে আসা পাথরবোঝাই লরির চাকায় পড়ে মৃত্যু ঘটে উমা পাত্রের। স্থানীয় লোক মৃতদেহটিকে ঘিরে কিছুক্ষণ বিক্ষোভ দেখায় ও পথ অবরোধ করে ।
এরপর ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ এবং জয়পুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর পাঠায়