Home 'সময়' বাস্তুশাস্ত্র মতে ঘড়ি কোনদিকে রাখলে রাতারাতি 'সময়' ঘুরে যাবে

বাস্তুশাস্ত্র মতে ঘড়ি কোনদিকে রাখলে রাতারাতি ‘সময়’ ঘুরে যাবে

সঠিক দিকে রাখা জিনিসগুলি ঘরে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। কিন্তু যখন বাড়ির জিনিসগুলি সঠিক দিকে না থাকে, তখন সেটি মানুষকে ভাগ্যের পরিহাসে ফেলে। যেমন ধরুন, সময় দেখার জন্য সকলেই ঘড়ি ব্যবহার করেন। বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞরা বলছেন যে ঘড়ি শুধু সময়ই বলে মানুষের ভাগ্যও নির্ধারণ করে। তাই ঘরে ঘড়ি রাখার আগে কিছু বিশেষ বিষয় মাথায় রাখা উচিত (Wall Clock Vastu Tips)।কিছু মানুষ বাড়ির প্রবেশদ্বারের দিকে, অর্থাৎ সদর দরজায় একটি ঘড়ি রাখে তবে এই স্থানে ঘড়ি লাগাতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

অর্থাৎ বাড়ির প্রবেশপথে ঘড়ি রাখা উচিত নয়। অন্যথায় এটি অশুভ হিসেবে প্রমাণিত হয়। বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞরা বলছেন যে ঘরে গোল ঘড়ি রাখা সবচেয়ে বেশি উপকারী। আর মনে রাখবেন, ঘড়ি যেন কখনওই বন্ধ অবস্থায় পড়ে না থাকে। যদি ঘড়ি বন্ধ বা নষ্ট হয়ে যায়, তাহলে তা দ্রুত সারানোর ব্যবস্থা করুন, নয়তো সেটিকে সরিয়ে অন্য ঘড়ি রাখুন। এছাড়াও যে ঘড়ির কাঁচ ভেঙে গিয়েছে, সেখানে কখনওই সময় দেখবেন না।

তাতেও জীবনে অশুভ প্রভাব পড়তে পারে। বাস্তুশাস্ত্রে ঘরের দেওয়াল ঘড়ির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বলা হয়েছে, যদি তা উপেক্ষা করা হয় তবে বাড়ির সুখ-সমৃদ্ধি নষ্ট হয়ে যায় এবং পরিবারে কলহের পরিবেশ তৈরি হয়। বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞরা বলছেন, বাড়ির উত্তর, পূর্ব ও পশ্চিম দিকে ঘড়ি রাখা খুবই ফলদায়ক। তবে ভুল করেও ঘড়ি দক্ষিণ দিকে ঝোলানো উচিত নয়। কথিত আছে এই দিকে ঘড়ি ঝুলিয়ে রাখলে বাড়িতে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয়।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments