মহরম উৎসব এর আগে আজ পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার পুলিশ খণ্ডঘোষ ব্লকের মহরম কমিটির সদস্যদের নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন খণ্ডঘোস থানা চত্বরে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সিআইসি সদর সাউথ রজত কান্তি পাল, খণ্ডঘোষ থানার অফিসার ইনচার্জ সুব্রত বেড়া
। খণ্ডঘোষ থানার পুলিশের পক্ষ থেকে মহরম কমিটির সদস্যদের কে জানানো হয় যে মহরম উৎসবকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনরকম অশান্তির পরিবেশ সৃষ্টি যাতে না হয় সেই দিকটার উপর লক্ষ্য নজর রেখে মহরম উৎসব পালন করতে হবে পাশাপাশি প্রশাসনিক নিয়ম মেনে উৎসব পালন করতে হবে।
মহরম উৎসবের প্রশাসনের কড়া নজরদারি থাকবে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং সর্বত্রভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে পুলিশ।