Home Malda বৃদ্ধকে ফিরিয়ে দিয়ে আবেগে ভাসল গোটা এলাকা

বৃদ্ধকে ফিরিয়ে দিয়ে আবেগে ভাসল গোটা এলাকা

মালদা, ২২ জুলাই : যাচ্ছিলেন নিজের মেয়ে-জামাইয়ের বাড়ি । বৃদ্ধের বাড়ি ত্রিপুরার উদয়পুরে । আগরতলায় যেতে গিয়েই পথ ভুল করে মালদা এসে পরেন তিনি । ইংরেজবাজারের মহেশমাটি থেকে উদ্ধার করা হয় বৃদ্ধের অচৈতন্য দেহ ৷

 

 

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে মালদার বিভিন্ন রাস্তায় ঘুরে বেরিয়েছেন ওই বৃদ্ধ । গত ৬ জুলাই তাঁকে অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । এরপর তাঁরা এগিয়ে আসেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসেন স্থানীয় কাউন্সিলর শুভময় বসু ।

 

 

 

 

 

 

 

 

 

বৃদ্ধকে এমন অবস্থায় দেখে চাইল্ড লাইনে ফোন করেন শুভময় বসু । এরপরই চাইল্ড লাইন এবং স্থানীয় একটি সমাজসেবী সংগঠনের সাহায্যে বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয় । ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করেন বৃদ্ধ । শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হলে তাঁর কাউন্সিলিং শুরু হয় । চিকিৎসকরা জানতে পারেন, তাঁর নাম কেশব ভৌমিক, বয়স ৬২ বছর ।

 

 

 

 

 

 

 

 

 

 

গত ৬ জুন তাঁর মেয়ে গোপা ভৌমিক(বিশ্বাস) এবং জামাই সুমন বিশ্বাসের বাড়ি যাওয়ার জন্য আগরতলার দিকে রওনা দেন তিনি । কিন্তু মেয়ের বাড়ি আর পৌঁছাতে পারেননি । গত একমাস ধরে মালদার বিভিন্ন পথে ঘুরে বেরিয়েছেন । পরে মহেশমাটি এলাকায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় । বৃদ্ধ আগের থেকে অনেকটাই সুস্থ । কিন্তু তিনি এখনও স্বাভাবিক হননি।

 

 

 

 

 

 

 

 

শুভময় বসু সোশ্যাল মিডিয়ায় বৃদ্ধের সম্পর্কে বিস্তারিত তথ্য দেন । ত্রিপুরা চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ করা হয় । অবশেষে খোঁজ মেলে তাঁর মেয়ে জামাইয়ের । আজ তাঁরা এসে বৃদ্ধকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান । তাঁদের হাতে বৃদ্ধকে তুলে দিতে গিয়ে আবেগঘন হয়ে পড়েছিলেন মহেশমাটি এলাকার কাউন্সিলর থেকে শুরু করে এলাকার বাসিন্দারা, সমাজসেবী সংগঠনের কর্মীরা ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments