Home জানতে পারলেন বিয়ের ৬ বছর পর জানতে পারলেন ,তাঁরা আসলে ভাই-বোন হন। দেখুন বিস্তারিত...

বিয়ের ৬ বছর পর জানতে পারলেন ,তাঁরা আসলে ভাই-বোন হন। দেখুন বিস্তারিত প্রতিবেদন টি

এটা অর্থাৎ তারা যে ভাই বোন সেটি জানার পর থেকেই স্বামী এবং স্ত্রী দু’জনেরই চরম অস্বস্তিতে দিন কাটছে।ছ’বছর ধরে বিবাহিত। এতগুলি বছর এক ছাদের নীচে সংসার করার পর স্বামী জানতে পারলেন স্ত্রী আসলে তাঁর রক্তের সম্পর্কের বোন। এই তথ্য সামনে এসেছে অদ্ভুত ভাবে।স্বামী জানিয়েছেন, ছেলের জন্মের পরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন স্ত্রী। চিকিৎসকরা জানান, কিডনি প্রতিস্থাপন করাতে হবে। তবেই সুস্থ হবেন তিনি। কিন্তু সেই সময়ে অনেক খুঁজেও কিডনি দিতে পারবেন, এমন কাউকে পাওয়া যাচ্ছিল না। তখন ওই ব্যক্তি সিদ্ধান্ত নেন যে, তিনি নিজেই কিডনি দেবেন। নিজের সিদ্ধান্তের কথা তিনি চিকিৎসকদের জানান।

সেই অনুযায়ী বিভিন্ন পরীক্ষা করে দেখা যায় যে, তিনি কিডনি দিতে সক্ষম।চিকিৎসকরা বোধ হয় কিছু সন্দেহ করেছিলেন। চিকিৎসকরা বোধ হয় কিছু সন্দেহ করেছিলেন। ওই ব্যক্তির ‘এইচএলএ’ (হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন) পরীক্ষা করান। এই পরীক্ষার ফল আসতেও হতবাক হয়ে যান তিনি। এ ক্ষেত্রেও তাঁর সঙ্গে মিল পাওয়া যায় স্ত্রীর। চিকিৎসকরা জানান, শরীরে একই রক্ত যাঁদের, এমন দু’জনের ক্ষেত্রে এইচএল পরীক্ষার ফল মিলে যায়।ওই ব্যক্তি তাঁর বাবা-মায়ের দত্তক পুত্র। ব়়ড় হওয়ার পর তা জেনেছিলেন তিনি।

এই মুহূর্তে দু’জনেরই বাবা-মা মারা গিয়েছেন। ফলে আসল ঘটনাটি কী, তা জানার উপায় নেই। নিজের এই কাহিনি সমাজমাধ্যমে প্রকাশ করে পরামর্শ চেয়েছিলেন ওই ব্যক্তি। অনেকেই জানিয়েছেন, এত বছর পর আর এগুলি নিয়ে ভাবার কোনও দরকার নেই। আবার কেউ লিখেছেন, আপনাদের একটি সন্তান রয়েছে। তার উপর যাতে কোনও প্রভাব না পড়ে, সে দিকে খেয়াল রাখা জরুরি।পুরো বিষয়টি স্ত্রীকেও জানান তিনি। সব শুনে মাথায় হাত পড়ে স্ত্রীরও। এই মুহূর্তে কী করা উচিত, কিছুই বুঝতে পারছেন না দু’জনে। ওই ব্যক্তি তাঁর বাবা-মায়ের দত্তক পুত্র। বড় হওয়ার পর তা জেনেছিলেন তিনি।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments