মালদা, ১৮ জুলাই : ফের মালদায় গুলিবিদ্ধ ব্যবসায়ী। এবার ঘটনাটি ঘটল রতুয়ায় । মোটরবাইকে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । তিনি পেশায় ট্রাক্টর ব্যবসায়ী । নাম লাল মহম্মদ । বয়স ৩৭ বছর । বাড়ি রতুয়া থানার কাহালার আশুটোলা এলাকায় । বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।
জানা গেছে, লাল মোহাম্মদ গতকাল সন্ধ্যায় জগন্নাথপুর এলাকা থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন । সেই সময় হঠাত্ই কাহালা এলাকায় তাঁকে পেছন থেকে এসে গুলি চালায় দুষ্কৃতীরা । তাঁর ডান পায়ে গুলি লাগে । গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় ।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রতুয়া থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ । পুলিশের অনুমান, ছিনতাইয়ের উদ্দেশ্যেই হামলা করে দুষ্কৃতীরা । তবে, ওই ব্যবসায়ীর কাছ থেকে কোনও টাকা ছিনতাই করতে পারেনি দুষ্কৃতীরা ।
প্রসঙ্গত, কয়েকদিন আগে ইংরেজবাজার থানার শোভানগর এলাকায় গুলিবিদ্ধ হন এক ব্যবসায়ী । তাঁর নাম নেপাল চৌধুরী । তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত । শোভানগর বাসস্ট্যান্ড এলাকায় তাঁর মিষ্টির দোকান রয়েছে । সেই মিষ্টির দোকানের সামনে তিনি বসেছিলেন । সেই সময় বাইকে করে এসে দুই দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় । খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয় । তাঁর পিঠে গুলি লাগে । ঘটনার পর সঙ্গে সঙ্গে তাঁকে চিকিত্সার জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ।
পরপর দুটি ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে । পুলিশের টহল বাড়িয়ে দেওয়া হয়েছে এলাকায় ।