Home crime news মালদায় গুলিবিদ্ধ ব্যবসায়ী, তদন্তে পুলিশ

মালদায় গুলিবিদ্ধ ব্যবসায়ী, তদন্তে পুলিশ

মালদা, ১৮ জুলাই : ফের মালদায় গুলিবিদ্ধ ব্যবসায়ী। এবার ঘটনাটি ঘটল রতুয়ায় । মোটরবাইকে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । তিনি পেশায় ট্রাক্টর ব্যবসায়ী । নাম লাল মহম্মদ । বয়স ৩৭ বছর । বাড়ি রতুয়া থানার কাহালার আশুটোলা এলাকায় । বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।

 

 

 

 

 

জানা গেছে, লাল মোহাম্মদ গতকাল সন্ধ্যায় জগন্নাথপুর এলাকা থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন । সেই সময় হঠাত্‍ই কাহালা এলাকায় তাঁকে পেছন থেকে এসে গুলি চালায় দুষ্কৃতীরা । তাঁর ডান পায়ে গুলি লাগে । গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় ।

 

 

 

 

 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রতুয়া থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ । পুলিশের অনুমান, ছিনতাইয়ের উদ্দেশ্যেই হামলা করে দুষ্কৃতীরা । তবে, ওই ব্যবসায়ীর কাছ থেকে কোনও টাকা ছিনতাই করতে পারেনি দুষ্কৃতীরা ।

 

 

 

 

 

প্রসঙ্গত, কয়েকদিন আগে ইংরেজবাজার থানার শোভানগর এলাকায় গুলিবিদ্ধ হন এক ব্যবসায়ী । তাঁর নাম নেপাল চৌধুরী । তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত । শোভানগর বাসস্ট্যান্ড এলাকায় তাঁর মিষ্টির দোকান রয়েছে । সেই মিষ্টির দোকানের সামনে তিনি বসেছিলেন । সেই সময় বাইকে করে এসে দুই দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় । খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয় । তাঁর পিঠে গুলি লাগে । ঘটনার পর সঙ্গে সঙ্গে তাঁকে চিকিত্‍সার জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ।

 

 

 

 

 

পরপর দুটি ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে । পুলিশের টহল বাড়িয়ে দেওয়া হয়েছে এলাকায় ।

 

 

 

Most Popular

বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত বিমান উড়ল ওয়াশিংটনের আকাশে

অ্যাভিয়েশন এয়ারক্রাফ্ট নামে ইজ়রায়েলের এক বিমান সংস্থার পরিশ্রমের ফসল এই বিমানটি। প্রথম উড়ানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫০০ ফুট উপরে ওঠেছিল এটি। সংস্থার প্রেসিডেন্ট তথা সিইও...

রণবীর-দীপিকার ঘর ভাঙছে?

তাঁদের বিয়ে হয়েছে চার বছর হতে চলল। বলিউডে যে সব সুখী দম্পতি রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম এই জুটি। তবে ইদানীং না কি, তাঁদের সম্পর্কে...

হৃতিক-সইফ বনাম আবীর, দেব, পরম কোন ছবি এগিয়ে, কী বলছেন হল মালিকেরা

প্রতিটি ছবিতেই আছে ইন্ডাস্ট্রির বড় নাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে। তবে কি এই পুজোয় হৃতিক-সইফের সঙ্গে টক্কর...

তরুণীর কাছ থেকে প্রথম বারের খাবারের দাম চাইলেন যুবক দ্বিতীয় বার ডেটে যেতে নারাজ তাই

এলিজা নামক ওই তরুণ পেশায় বিমা সংস্থার কর্মী। এক ডেটিং অ্যাপের মাধ্যমে লুসি নামক ওই তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। বেশ কিছু দিন কথা...

Recent Comments