কম বেশি প্রতিটি নারীরই সোনার প্রতি অনুরাগ আছে ৷ প্রাণের শহর কলকাতায় ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম রীতিমত কমেছে ৷ প্রতি গ্রামে আগের থেকে সস্তা হয়েছে সোনা ৷নারী দিবসে ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৫,১৬৫ টাকা (কমেছে ২০ টাকা), ৮ গ্রামের দাম ৪১,৩২০ টাকা (কমেছে ১৬০ টাকা)
১০ গ্রামের দাম ৫১,৬৫০ টাকা (কমেছে ২,০০ টাকা), ১০০ গ্রামের দাম ৫,১৬,৫০০ টাকা (কমেছে ২,০০০ টাকা) ৷