গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।
শুক্রবার ধৃত ব্যক্তিকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।ধৃত ব্যক্তির নাম কাশিম শেখ (২২)।
আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ( মালদা )
আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ( মালদা )
Gepostet von ACN Life News am Freitag, 16. Oktober 2020
বাড়ি কালিয়াচকের সুজাপুর এলাকায়। উল্লেখ্য ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ রথবাড়ি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।