বারুইপুর জেলা পুলিশ অতি তৎপর গোপন সূত্রে খবর পেয়ে বিলম্ব না করে । তড়িঘড়ি অভিযান চালান বারুইপুর পুলিস জেলার স্পেশাল অপারেশান গ্রুপের পুলিস কর্মীরা। বারুইপুর জেলা পুলিশের অতি সক্রিয় এস আই লক্ষ্মীকান্ত বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানের সময়ই প্রচুর আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে পুলিস। ধৃতের নাম আলাউদ্দিন লস্কর। পুলিস সূত্রে খবর ,ধৃতের কাছ থেকে ৬টি বন্দুক, নগদ প্রায় ৩০ হাজার টাকা, একটি মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিস।
আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ( দক্ষিণ 24 পরগনা )
আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ( দক্ষিণ 24 পরগনা )
Gepostet von ACN Life News am Dienstag, 29. September 2020
সোমবার সন্ধ্যায় বারুইপুরের ফুলতলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। জানা গিয়েছে, ধৃত দুষ্কৃতীর বাড়ি জয়নগর থানার বাকচি গোবিন্দপুরের বাসিন্দা ধৃত যুবক।
অস্ত্র বিক্রির জন্য সে বারুইপুর এলাকায় এসেছিল।গোপন সূত্রে সেই খবর পেয়েই পুলিস সাদা পোশাকে বারুইপুর ফুলতলা তে তল্লাশি অভিযান চালায়। গ্রেফতার করে আলাউদ্দিন লস্করকে।
ধৃতকে এদিন বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। ধৃতকে জেরা করে এই অস্ত্র কারবারের সঙ্গে আর কে কে জড়িত, বা এই অস্ত্র কাকে কাকে বিক্রি করতো তাদের খোঁজোয়ে তল্লাশি শুরু করেছে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন টিম ।