বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ি থেকে উদ্ধার হল বেশ কিছু আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্র। আজ সকালে স্থানীয় বেলিয়াড়া গ্রামে স্থানীয় বাসিন্দা ও পুলিশ যৌথ ভাবে তৃনমূলের ওই পঞ্চায়েত প্রধান তাসমিনা খাতুনের বাড়িতে তল্লাশি চালায়।
তল্লাশি চালিয়ে পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে ৩ টি একনলা বন্দুক, ৫ রাউন্ড গুলি, একটি হাত কামান ও বেশ কিছু ড্রাম ভর্তি বোমা ছুরি তলোয়ার উদ্ধার করা হয়। এখনো উদ্ধারকাজ চলছে। কি কারনে এত বিপুল পরিমান অস্ত্র বাড়িতে মজুত করা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার সূত্রপাত আগষ্ট মাসের শুরুতে। চলতি বছর ১ লা আগষ্ট বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলিয়াড়া গ্রামে খুন হন তৃনমূলের উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ বাবর আলি। অভিযোগ ওঠে ওই গ্রামেরই বাসিন্দা উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান তাসমিনা খাতুনের স্বামী তৃনমূল নেতা রহিম মন্ডলের নেতৃত্বে শেখ বাবর আলির উপর হামলা ও খুনের ঘটনা ঘটে।
প্রধানের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার ( বাঁকুড়া )
প্রধানের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Sonntag, 30. August 2020
শেখ বাবর আলিকে খুনের পরই এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত পঞ্চায়েত প্রধান তাসমিনা খাতুন ও তাঁর স্বামী রহিম মন্ডল। পরে পুলিশ কোতুলপুর থেকে রহিম মন্ডলকে গ্রেফতার করে। এদিকে আজ সকালে বেলিয়াড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা রহিম মন্ডল ও তাঁর দাদা, ভাই পরিবারের অন্যান্য কয়েকজনের বাড়িতে হাজির হয়ে তল্লাশি শুরু করে।
পঞ্চায়েত প্রধান রহিম মন্ডলের বাড়িতে তল্লাশি চালাতেই একের পর এক বেরিয়ে আসতে থাকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র শস্ত্র। গ্রামবাসীরাই বিষয়টি জানায় স্থানীয় রাধানগর ফাঁড়িতে। পরে রাধানগর ফাঁড়ির পুলিশ গ্রামে পৌঁছে আগ্নেয়াস্ত্রগুলি ধারালো অস্ত্র গুলি উদ্ধার করে। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।