মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা বিভাগের ব্যবস্থাপনায় আজ বীরভূম জেলার দুবরাজপুরে অগ্নি নির্বাপণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাজ্যের অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা বিভাগের মন্ত্রি সুজিত বোস।
তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রি চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের মেণ্টর অভিজিত সিনহা, দুবরাজপুর বিধানসভার বিধায়ক নরেশ চন্দ্র বাউরী, অগ্নি নির্বাপণ বিভাগের ডি.আই.সি অভিজিত পাণ্ডে, জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক, সদর মহকুমা শাসক, দুবরাজপুর ব্লকের বিডিও অনিরুদ্ধ রায়, দুবরাজপুর পৌরসভার এডমিনিস্ট্রেটর বোর্ডের সদস্য মির্জা সৌকত আলী, প্রাক্তন কাউন্সিলর সেখ নাজির উদ্দিন, বিপ্লব মাহাতা সহ অগ্নি নির্বাপণ কেন্দ্রের আধিকারিকরা। উল্লেখ্য, বীরভূম জেলার সিউড়ি, বোলপুর রামপুরহাট এবং সাঁইথিয়াতে ফায়ার স্টেশন আছে। আজ এই পঞ্চম ফায়ার স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হল।
এই অগ্নি নির্বাপণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপিত হওয়ায় ঝাড়খন্ড সীমান্তবর্তী রাজনগর,খয়রাশোল, লোকপুর, কাঁকড়তলা, দুবরাজপুর এমন সব এলাকার মানুষের সুবিধা হবে। এদিন মন্ত্রি সুজিত বসু বলেন, এই অগ্নি নির্বাপণ কেন্দ্র তৈরি করতে 4 কোটি 37 লক্ষ 18 হাজার 700 টাকা অনুমোদন হয়েছে।
পাশাপাশি বীরভূম জেলায় বিজেপির কয়েকজন নেতাদের না আসা প্রসঙ্গে বলেন, এক এক সভায় লোক না থাকলে তাঁরা কী করে আসবে। অপরদিকে অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বলেন, ভালো সংগঠক তাই বীরভূম জেলায় ভালো রেজাল্ট হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হবে।