আগুনে ঝলসে মর্মান্তিক মৃত্যু হল চার বছরের এক শিশুর,পান্ডুয়ার বৈঁচি দুলে পাড়ার অনিকেত মালিক বাড়ির সামনে খরকুটোর ঘর করে খেলা করছিলো।সেই খরকুটোয় আগুন লেগে ঝলসে মৃত্যু হয় তার।শিশুটির বাবা দিন মজুর। সেসময় বাড়িতে ছিলেন না।
মৃত শিশুর বাবা দেবরাজ মালিকের অভিযোগ ছেলেকে কেউ দরি দিয়ে হাত পা বেঁধে রাখতে পারে।না হলে ছটফটে ছেলে আগুন লাগলেই তো ছুটে পালিয়ে যাবার কথা।শিশুর মা অর্চনা মালিক সে সময় বাড়িতে থাকলেও ছেলের দুর্ঘটনার কথা জানতে পারেন নি।
https://www.facebook.com/230205334351193/videos/1311306502547516
তিনি বলেন,প্রতিদিনই প্রতিবেশি শিশুদের সঙ্গে অনিকেত খেলা করত।প্রতিবেশি মিলন মালিক বলেন,কি করে আগুন লাগল বুঝতে পারিনি।যখন আগুন জ্বলছে দেখতে পেয়ে বেরিয়ে দেখি অনেক লোক জরো হয়েছে।তখনো বোঝা যায়নি কেউ ওই আগুনে পুড়ে গেছে।
কয়েকটি বাচ্চা খেলছিলো সেসময় কোনো ভাবে আগুন লেগেছে বলে অনুমান।মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামাবাড়া হাসপাতালে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ।সেখানেই দেহের ময়না তদন্ত হবে।কি করে আগুন লাগল,রান্না বাটি খেলতে গিয়ে আগুন জ্বালানোয় এই ঘটনা নাকি কেউ ইচ্ছা করে আগুন লাগিয়ে দিয়েছে,সে সময় ঘটনাস্থলে কারা উপস্থিত ছিলো তা খতিয়ে দেখছে পুলিশ।।