বাঁকুড়ার সারোঙ্গা ব্লকের পিড়রগাড়ী মোড় রেঞ্জের আমঝোরের রাইস মিল লাগোয়া সারেঙ্গা পিড়রগাড়ী মোড় রাস্তাত পাশের জঙ্গলে দাও দাও করে জ্বলছে আগুন। কেউ বা কারা আগুন লাহিয়ে দেও।
এই ঘটনায় মানুষের সচেতনতা নিয়ে উঠছে প্রশ্ন।
এই ফলে এক দিকে জঙ্গলের গাছ পালা যেমন নষ্ট হবে তেমনি জঙ্গলে আশ্রয় নেওয়া জীবজন্তুর ও মারা যাবে। দীর্ঘ সময় আগুন জ্বললেও দেখা মেলেনি বনদফতরের।