বেশ কয়েক দিন ধরেই বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে আগুন লাগার ঘটনা ঘটেই চলেছে, কোথাও খড়ের পালুই,কোথাও দোকানঘর বাদ পড়েনি বনজঙ্গল।
জেলার মতোই গঙ্গাজলঘাঁটির বড়জুড়িতেও একই ছবি লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু দিন ধরেই, কখনো বাড়িতে চুরি কখনো বা অগ্নি সংযোগের ঘটনা । এ ধরনের ঘটনা এড়াতে গ্রামের মানুষরা রাত জেগে গ্রামে প্রহরার ব্যবস্থা করলেও,তারা বাড়ি ফেরার পর পুনরায় সেই অগ্নিসংযোগের ঘটনা ঘটল আজ ভোর নাগাদ ।
https://www.facebook.com/230205334351193/videos/770415823887736
বড়জুড়ির বাসিন্দা আশীষ সিংহ নামে এক ব্যক্তির বাড়িতে ঘটে অগ্নিসংযোগের ঘটনা । এই ঘটনায় কেউ আহত না হলেও মুহূর্তে ঝলসে গেল বাড়ির ভেতরে থাকা একটি বাইক ও একটি সাইকেল ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে বড়জুড়িতে অগ্নিসংযোগ ও চুরির ঘটনা অব্যাহত । এসব ঘটনার পিছনে রয়েছে দুষ্কৃতি সংযোগ ।প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নিক ।