গুজব রটেছিল বিক্রম আর নেই এই দুনিয়ায়।তবে তবে সবটাই গুজব বলে দাবি পরিবারের। অভিনেতার স্ত্রী এবং কন্যা বুধবার রাতেই টুইট করে জানান, ভেন্টিলেশনে রয়েছেন তাঁদের কাছের মানুষটি। এতেই ফের বিভ্রান্তি ছড়ায়। তবে বৃহস্পতিবার হাসপাতাল সূত্রেই খবর মেলে, এখনও লড়ছেন বিক্রম।বুধবার রাতে খবর রটেছিল, মৃত্যু হয়েছে তাঁর। শোকপ্রকাশ করেছিলেন একাধিক তারকা। বিভিন্ন সংবাদমাধ্যমও বিক্রমের প্রয়াণের খবরে সিলমোহর দিয়েছিল।
অবস্থা সঙ্কটজনক হলেও এখনও দেহে প্রাণের স্পন্দন রয়েছে মরাঠি অভিনেতা বিক্রম গোখলের। বিক্রমের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিচ্ছে একে একে।পরিবারের এক ঘনিষ্ঠ সদস্য অভিনেতার শারীরিক অবস্থার খবরাখবর ভাগ করে নেন। জানান, অবস্থা আরও আশঙ্কাজনক। গত ১৫ দিন ধরে পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ‘হম দিল দে চুকে সনম’-খ্যাত অভিনেতা। হাসপাতালের চিকিৎসকরা এত দিন সংবাদমাধ্যমের কাছে কোনও তথ্য জানাতে চাননি। কিন্তু মৃত্যুর খবর রটার পর চিকিৎসকরাও বয়ান দিলেন বৃহস্পতিবার। এখন ভেন্টিলেশনে রয়েছেন ৮২ বছরের অভিনেতা। প্রসঙ্গত, সম্প্রতি টলিউডেও একই ঘটনা ঘটে। স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ২০ নভেম্বর, রবিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
কিন্তু ভেন্টিলেশনে থাকাকালীনই হঠাৎ এক রাতে সমাজমাধ্যমে তাঁর মৃত্যুসংবাদের গুজব রটে যায়। পরে ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচী চৌধুরী সেই গুজব রটনাকারীদের ভর্ৎসনা করে ফেসবুকে লেখেন। বিক্রমের মৃত্যুসংবাদ হঠাৎ চাউর হওয়ায় একই রাস্তা নিতে হলে বিক্রমের স্ত্রীকে। তিনিও টুইটারে জানান, তাঁর স্বামী এখনও বেঁচে আছেন।বিক্রমের পারিবারিক বন্ধু রাজেশ বললেন, “গত ২৪ ঘণ্টায় অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় পৌঁছে গিয়েছে বিক্রম। চিকিৎসকরা আপ্রান চেষ্টা করছেন। লড়াই করছে বিক্রমও।আমরা চাই উনি খুব শিগিরিই সুস্থ হয়ে উঠুন ।