দাবীমতো তোলা না দেওয়ায় এক কারখানা কর্তাকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় বাঁকুড়ার শিল্প ও ব্যবসায়ী মহলে বিরুপ প্রভাব পড়েছে। চৌশাল এলাকার বেসরকারী ওই কারখানার তরফে অভিযোগ তৃনমূলের বেশ কয়েকজন মিলে বেশ কিছুদিন ধরেই কারখানা থেকে তোলা দাবী করে আসছিল। তোলা না দেওয়ায় কারখানা কর্তৃপক্ষকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ।
গতকাল দুপুরে সহকর্মীদের সাথে নিয়ে একটি গাড়িতে করে কারখানায় কাজে যোগ দিতে যাচ্ছিলেন কারখানার আধিকারিক রামপদ কর্মকার। অভিযোগ কারখানায় ঢোকার কিছুটা আগে জনা দশেক বাইক আরোহী তাঁদের গাড়ি আটকে জোর করে রামপদ কর্মকারকে গাড়ি থেকে নামিয়ে রাস্তায় ফেলে মারধর করে। হামলাকারীদের কয়েকজনকে চিনতে পেরে পরে তাদের নামে গঙ্গাজলঘাটি থানায় অভিযোগ দায়ের করে কারখানা কর্তৃপক্ষ।
অভিযোগ পেয়ে পুলিশ তিন জনকে গ্রেফতার করে। ধৃতেরা স্থানীয় ভাবে তৃনমূল কর্মী হিসাবে পরিচিত হওয়ায় স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে ঘাসফুল শিবির। অভিযুক্ত পক্ষের দাবী তোলা নয় কাজ চাইতে গিয়েছিলেন অভিযুক্তরা। দলের পক্ষে জানানো হয়েছে , আইন আইনের পথে চলবে।