Home অভিযোগ ভূল করে টিকার ডাবল ডোজ দেওয়ার অভিযোগ

ভূল করে টিকার ডাবল ডোজ দেওয়ার অভিযোগ

ভূল করে এক সদ্যজাতকে একই টিকার ডাবল ডোজ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার গোগড়া গ্রামীন হাসপাতালে । এই ঘটনায় কর্তব্যরত নার্সের শাস্তির দাবী তুলে বিক্ষোভ দেখাল শিশুর পরিবারের লোকজন । বিক্ষোভ সামাল দিতে শেষ পর্যন্ত হাসপাতালে যেতে হয় কোতুলপুর থানার পুলিশকে । হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির পরিবারের অভিযোগ স্বীকার করে নিয়েছে । স্বাস্থ্য দফতরের দাবী ভূল করে টিকার ডাবল ডোজ দেওয়া হলেও শিশুটি সুস্থ রয়েছে । তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে শিরোমনিপুর গ্রামের গৃহবধূ মৌসমা খাতুন গোগড়া গ্রামীন হাসপাতালে গতকাল এক কন্যা সন্তান প্রসব করেন । রোগীর পরিবারের দাবী প্রসবের পর গতকাল সদ্যজাতকে প্রয়োজনীয় টিকা দেওয়া হয় । আজ দুপুরে হাসপাতালের তরফে প্রসুতির নাম ধরে ডাকলে পরিবারের লোকজন সদ্যজাতকে নিয়ে হাসপাতালের নার্সদের কাছে যান । অভিযোগ সেই সময় ফের কর্তব্যরত এক নার্স শিশুটিকে পুনরায় সেই টিকা দিতে উদ্যোগী হলে পরিবারের

লোকজন ওই নার্সকে গতকালের ইঞ্জেকশান দেওয়ার কথা জানায় । কিন্তু তারপরও টিকার কার্ড না দেখেই কর্তব্যরত নার্স শিশুটিকে পুনরায় ওই টিকা দেন বলে পরিবারের অভিযোগ । বিষয়টি জানাজানি হতেই হাসপাতালের নার্সরা রোগীর পরিবারকে বিষয়টি অন্যত্র না জানানোর জন্য চাপ দেয়
বলেও অভিযোগ ।

এরপরই শিশুর পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকে । কর্তব্যরত ওই নার্সের শাস্তির দাবী তোলেন শিশুর পরিবারের লোকজন । শিশুর পরিবারের আশঙ্কা টিকার ডাবল ডোজের প্রভাবে শিশুটির শরীরে প্রাথমিক ভাবে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা না গেলেও পরবর্তীতে কোনো শারীরিক সমস্যা দেখা দিতে পারে । একই টিকার ডাবল ডোজ দেওয়ার কথা স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । স্বাস্থ্য দফতরের দাবী ডাবল ডোজ প্রয়োগ হলেও চিন্তার তেমন কিছু নেই । তা সত্বেও ওই শিশুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments