দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুন(Allu Arjun) অভিনীত ‘পুষ্পা দ্য রাইজ'(Pushpa: The Rise) বক্সঅফিসে দারুণ সাফল্যের পর, এবার আসতে চলেছে ছবির সিক্যুয়েল পর্ব ‘পুষ্পা ২ : দ্য রুল'(Pushpa: The Rule)। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ছবির শুটিং। ছবিটি নিয়ে দর্শকরা দারুণ আগ্রহে অপেক্ষা করছেন। শোনা যাচ্ছে, ছবির একটি গুরুত্বপূর্ণ অংশ শুটিং করা হবে বাংলাতে।
যে জন্য প্রথম বারের মতো বাংলাতে শুটিং করতে আসবেন সুপারস্টার আল্লু আর্জুন।এই খবর তাদের ছবিটি দেখার আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। তাহলে চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন। পশ্চিম বাংলার বাঁকুড়া জেলার খতরা অঞ্চলে (Khatra, Bankura) ‘পুষ্পা ২’ ছবির কিছু গুরুত্বপূর্ণ অংশ শ্যুট করা হবে। এর মধ্যে দিয়েই এই ছবিতে বাংলার একটি ছোট্ট অংশ উঠে আসবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, বাঁকুড়ার এই অঞ্চলটি প্রধানত বনাঞ্চল। আর সেখানেই শ্যুট হবে ‘পুষ্পা ২’ ছবির কিছু অংশ। এ জন্য বাংলায় আসবেন দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুন।
তবে কবে তিনি বাংলায় আসবেন বা কতদিন ধরে ছবির শুটিং হবে তা অস্পষ্ট। কিন্তু ধারণা করা হচ্ছে, আগামী বছরের জানুয়ারি মাসে বাঁকুড়ায় শ্যুট করতে আসছেন তেলগু সুপারস্টার অল্লু অর্জুন।
আল্লু আর্জুন বর্তমানে নিউ ইয়র্কে(New York) ছবির শুটিং নিয়ে ব্যাস্ত রয়েছেন, যেখানে তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের(Eric Adams, Meyor Of New York City) সঙ্গে দেখা করেছেন। দুজনকে একসঙ্গে ‘পুষ্পা’ ছবির সিগনেচার পোজে ছবি তুলেছেন। সেই ছবি অভিনেতা স্বয়ং তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।