সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির (south film industry)একজন বিখ্যাত ও জনপ্রিয় অভিনেতা হলেন আল্লু অর্জুন (Allu Arjun)। এনার ভক্ত দেশের সাথে সাথে বিদেশেও ছড়িয়ে রয়েছে। ইনি নিজের কেরিয়ারে এক পর এক হিট ফিল্মে কাজ করেছেন। আল্লু অর্জুন ‘বিজেথা’ ফিল্মের মাধ্যমে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে (South film industry)আগমন ঘটিয়েছেন।
মাঘধীরে, আরেয়া, ম্যা হু লাকি দ্যা রেসার, সন অফ সত্যমূর্তি, বাদরিনাথ, পারুগু, পুষ্পা ইত্যাদি।
জানিয়ে দি যে আল্লু অর্জুনের লাস্ট ফিল্ম ‘পুষ্পা দ্যা রাইজ’ বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করেছিল।প্রায় ৩৫০ কোটি টাকা এই ফিল্মটি বক্স অফিসে আয় করে।আর আল্লু অর্জুন এই ফিল্মে কাজ করার জন্য চার্জ করেছিলেন ৩৫ কোটি টাকা। সম্প্রতি তিনি তার আপকামিং ফিল্ম পুষ্পা দ্যা রুলের জন্য বেশ চর্চায় রয়েছে। এছাড়া জানিয়ে দি যে আল্লু অর্জুনের (Allu Arjun) নাম সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির হাইপেড অভিনেতাদের তালিকায় পরে এবং তিনি নিজের কাজ ও লাক্সারি লাইফস্টাইলের (luxary lifestyle) জন্য প্রায় আলোচনার বিষয় হয়ে থাকেন। তার জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে বিদেশ পর্যন্ত পৌঁছে গেছে।
তার প্রমান সম্প্রতি ঘটা একটি ঘটনা থেকে পাওয়া গেছে। আসুন আমরা এই আর্টিকেলের মাধ্যমে গোটা বিষয়টি জেনেনি।আল্লু অর্জুন তার স্ত্রী স্নেহা রেড্ডি (Sneha Reddy) নিউইয়র্কে ইন্ডিয়া ডে প্যারেডে (Newyork India day parade) যুক্ত হয়েছিল। সেইখানে আল্লু অর্জুনকে দেখার জন্য তার ভক্তদের মারাত্মক পরিমানে ভিড় জড় হয়েছিল। তার প্রমান পরিষ্কার সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল (Viral) হতে দেখা যাচ্ছে।ভিডিওতে দেখা যাচ্ছে যে আল্লু অর্জুন তার স্ত্রীর সাথে মঞ্চে দাঁড়িয়ে আছেন এবং তার সাথে আরও লোকজনকেও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তারপর আল্লু অর্জুনকে ভারতের পতাকা হাতে নিয়ে থাকতে দেখা যাচ্ছে এবং পরে তা