বিশ্ব নবী দিবস উপলক্ষে বীরভূমের লোকপুর থানায় আলোচনা সভা
আগামী ৩০ শে অক্টোবর বিশ্ব নবী দিবস উপলক্ষে শান্তি শৃঙ্খলা সম্প্রিতী বজায় রাখতে বীরভূম জেলার লোকপুর থানার পুলিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় থানা চত্বরে।
এবছর করোনার আবহে ট্যাবলো সহ পদযাত্রা, জমায়েত না করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করা হয় ।
এদিন উপস্থিত ছিলেন চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর পীযুষ কান্তি লায়েক, লোকপুর থানার ওসি মহম্মদ মিকায়েল মিয়া, এস.আই রতন চন্দ্র সেন সহ বিভিন্ন মসজিদের পেশ ইমাম ও গ্রাম্য প্রতিনিধিগণ।