কৃষিজ বিপনন দপ্তরের উদ্যোগে সরকারি২৫ টাকা মূল্যে আলু বিক্রয় রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি হুগলীর বলাগড় ব্লকের এ ডি ও দপ্তরের পাশাপশি ইনছুড়া বাজার,গুপ্তিপাড়া বাজার এই তিনটি জায়গায় দশ দিন ধরে আলু বিক্রয়ের কর্মসূচি চলছে।
আলু পরিবেশন করছেন ইনছুড়া এ্যাগ্রো প্রডিউসার কোম্পানি প্রাইভেট লিমিটেড। ২৫ টাকা মূল্যে আলু বিক্রয়ের কর্মসূচি তদারকি করছেন সুফাল বাংলা ।
এদিন এ ডি ও সোমনাথ পাল বলেন প্রায় তিন হাজার মানুষকে তারা আলু বিক্রি করেছে এখনো আরো তিন হাজার মানুষকে দেওয়ার কর্মসূচি আছে। মানুষের ভালো সাড়াও পাচ্ছেন বলে জানালেন।