Home international news ৯/১১ হামলার বদলা নিল আমেরিকা

৯/১১ হামলার বদলা নিল আমেরিকা

২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হানায় প্রাণ হারানো তিন হাজার মানুষের পরিবার ন্যায় বিচার পেল৷ কি ভাবে চলুন জেনে নেয়া যাক ।মার্কিন বিমান হানায় প্রাণ হারালেন আল কায়দার প্রধান এবং ৯/১১ বিমান হানার মূল চক্রী আয়মান আল জাওয়াহিির৷ দেশবাসীর উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিতে গিয়ে এমনই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন৷ গত ৩১ জুলাই এই অপারেশন চালানো হয়৷

সেই সময় জাওয়াহিরি নিজের কাবুলের বাড়ির বারান্দায় ছিলেন৷ তখনই তাঁকে লক্ষ্য করে দু’টি হেলফায়ার মিসাইল আছড়ে পড়ে৷ গত ২৫ জুলাই এই অভিযানে ছাড়পত্র দেন বাইডেন৷আধিকারিকরা আরও দাবি করেছেন, সেই সময় জাওয়াহিরির পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে থাকলেও তাঁদের নিশানাও করা হয়নি এবং কোনও ক্ষতিও হয়নি৷ এখনও পর্যন্ত যে ছবিগুলি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে ওই বাড়িটির জানলা ভেঙে গুঁড়িয়ে গিয়েছে৷ কিন্তু বাড়িটি বাকি অংশ অক্ষত রয়েছে৷প্রায় একুশ বছর আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হানার পর থেকই জাওয়াহিরিকে খুঁজছিল আমেরিকা৷

২০১১ সালে পাকিস্তানে আমেরিকা ওসামা বিন লাদেনকে খতম করার পর আল কায়দার শীর্ষ পদে বসেন জাওয়াহিরি৷ ৭১ বছর বয়সি আল কায়দা প্রধানের মাথার দাম রাখা হয়েছিল ২৫ মিলিয়ন মার্কিন ডলার৷জো বাইডেন দাবি করেছেন, কাবুলে মার্কিন ড্রোন হানায় মৃত্যু হয়েছে ৭১ বছর বয়সি আল কায়দা প্রধানের৷ তবে এই অপারেশনে কোনও সাধারণ মানুষের প্রাণহানি ঘটেনি৷ বাইডেন বলেন, ‘ন্যায়বিচার হয়েছে৷ এই সন্ত্রাসবাদী নেতা আর বেঁচে নেই৷

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments