কুইজ শোকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে কেবিসি। আর বিগ বির সঞ্চালনা যেন উপরি পাওনা। দীর্ঘ ২১ বছর ধরে এই শোয়ের সঞ্চালনা করে আসছেন অমিতাভ।অমিতাভের সামনে হট সিটে বসে খেলার ব্যাপারটাই আলাদা। আম জনতার সঙ্গে সঙ্গে অনেক তারকারাও এসেছেন অমিতাভের সঙ্গে খেলতে। এমনকি সুপারস্টারের পরিবারের সদস্যদেরও দেখা গিয়েছে হটসিটে।বিগ বির সামনে হটসিটে বসে খেলতে দেখা যাবে ছেলে অভিষেক বচ্চনকে। তবে তিনি একা নন। থাকছে আরো এক সারপ্রাইজ।
চ্যানেলের তরফে শেয়ার করা প্রোমোতে দেখা যাচ্ছে, সময়ের আগেই কাউন্টডাউন বন্ধ হয়ে যাওয়ায় হতবাক অমিতাভ সহ প্রতিযোগীরাও।হটসিটে বসে জয়া জানান, তিনি এমন কিছু বলতে চলেছেন বিগ বির ব্যাপারে যা অনেকেই জানে না। প্রোমোতে দেখা যায়, জয়ার কথা শুনে চোখ ছলছল করে উঠেছে অমিতাভের। রুমাল দিয়ে চোখ মুছতে দেখা যায় তাঁকে।আগামী ১১ অক্টোবর ৮০ তে পা দিচ্ছেন অমিতাভ।
সেদিনই সম্প্রচারিত হতে চলেছে কউন বনেগা ক্রোড়পতির বিশেষ এই পর্ব। ইতিমধ্যেই প্রোমোটি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ পর্বটিও যথেষ্ট ইন্টারেস্টিং হবে বলেই মনে করছেন দর্শকরা।আর সেই দিনই জানতে পারবেন আসল ঘটনাটি