না আপনি হয়তো ভাবছেন এটা কোনো বই এর বা সিনেমার কথা বলছি তবে না এটা তার জীবনে সত্যি ঘটেছিল ।চলুন তবে বিস্তারিত জেনে নেওয়া যাক।সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে তার খ্যাতি। দেশ-বিদেশ মিলিয়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে তার অসংখ্য অনুরাগী। পর্দার অভিনেতাদের কিন্তু বাস্তবে সাধারণ মানুষের উপর অনেক প্রভাব থাকে। অমিতাভেরও ছিল সেই সময়।অমিতাভ একবার একটি শুটিংয়ের জন্য আফগানিস্তানে (Afganistan) গিয়েছিলেন। সেটি ছিল অমিতাভ-শ্রীদেবী অভিনীত ‘খুদাগাওয়া’ (KhudaGawa) ছবি। যে ছবির জন্য তাদের বেশ কিছুদিন আফগানিস্তানে থাকতে হয়েছিল।
এদিকে সেই সময় আফগানিস্তানে তুমুল যুদ্ধ চলছে। কিন্তু অমিতাভের প্রতি আফগানিস্তানবাসীদের ভালবাসাও ছিল প্রবল।।আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট নাজিবুল্লাহর মেয়ে সেই সময় তার বাবার কাছে একটি বিশেষ আবেদন করে। অন্তত একদিনের জন্য বাবার কাছে যুদ্ধ বন্ধ রাখার আরজি জানিয়েছিল মেয়ে। মেয়ের আবদার অনুযায়ী মুজাহিদিনদের কাছে একটি দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখার আরজি জানিয়েছিলেন প্রেসিডেন্ট।আসলে প্রেসিডেন্টের মেয়ে চেয়েছিলেন অমিতাভ তাদের দেশে গিয়ে যেন তাদের দেশটা ঘুরে দেখতে পারেন। এদিকে মুজাহিদিনও কিন্তু অমিতাভের অনেক বড় ভক্ত ছিলেন।
কাজেই তাকে এই অনুরোধ করতেই তিনি তাতে রাজি হয়ে যান। অমিতাভ যেদিন আফগানিস্তানে পৌঁছেছিলেন সেই একটি দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখা হয়েছিল আফগানিস্তানে।আফগানিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি নাজিবুল্লাহ অমিতাভের অনেক বড় ভক্ত ছিলেন। তিনি হিন্দি চলচ্চিত্রেরও ভক্ত ছিলেন।অভিনেতা নিজেও সোশ্যাল মিডিয়াতে তার অনুরাগীদের সঙ্গে এই ঘটনা শেয়ার করে নিয়েছিলেন।